ঢাকাবুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

শেষ মুহূর্তের গোলে শিরোপা চেলসির (ভিডিও)

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

শনিবার, ১৩ মে ২০১৭ , ১২:৩৫ পিএম


loading/img

ইংলিশ প্রিমিয়ার লিগে ওয়েস্ট ব্রমউইচ আলবিনোকে শেষ মুহূর্তের গোলে হারিয়ে শিরোপা জিতলো চেলসি। এ নিয়ে দু’ম্যাচ হাতে রেখেই শিরোপা পুনরুদ্ধার করলো অল-ব্লুজরা। দলের হয়ে জয়সূচক গোলটি করেন মিশি বাতসুয়াই।

বিজ্ঞাপন

জিতলে চ্যাম্পিয়ন, বিপরীত ঘটলে অপেক্ষা আরো এক ম্যাচ। এমন সমীকরণ নিয়ে শুক্রবার ওয়েস্ট ব্রমের মাঠে খেলতে নামে চেলসি। ম্যাচের শুরু থেকেই একের পর এক আক্রমণ করে ব্লুজরা। বিরতির আগেই প্রতিপক্ষের গোলপোস্ট বরাবর ১৪টি শট করে অতিথিরা। তবে কাঙ্ক্ষিত সাফল্য পাননি ডিয়োগো কস্তারা।

বিরতি থেকে ফিরে আক্রমণের ধার আরো বাড়ায় চেলসি। তবে কিছুতেই সাফল্য মিলছিল না। অবশেষে ৮২ মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় ব্লুজরা। এসময় স্প্যানিশ ডিফেন্ডার সিজার আসপিলিকুয়েতার পাস থেকে বাঁ-পায়ের জোরালো শটে বল প্রতিপক্ষের জালে পাঠান মাত্র ৫ মিনিট আগে বদলি নামা বাতসুয়াই। এরই মধ্যে দু’একবার সুযোগ পেলেও লক্ষ্যভেদ করতে পারেনি ওয়েস্ট ব্রমও। বাকি সময় আর গোল না হওয়ায় শিরোপা জয়ের আনন্দে মাতে অ্যান্তোনিও কন্তের দল।

বিজ্ঞাপন

ক্লাবের ইতিহাসে এটি চেলসির ষষ্ঠ শিরোপা জয়। আর গেলো ১৩ বছরে পঞ্চম।

এ জয় দিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে অভিষেক মৌসুমেই শিরোপা জিতলেন ইতালিয়ান কোচ কন্তে। তার আগে এ কীর্তি গড়েন মাত্র ৩ জন। এছাড়া ক্লাব ফুটবলে টানা চতুর্থ শিরোপার স্বাদ পেলেন এ কোচ। আগের তিন মৌসুমে জুভেন্টাসকে টানা ইতালিয়ান সিরি `আ` শিরোপা জেতান তিনি।

 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ডিএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |